রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

মলয় রায়চৌধুরীকে বিট আন্দোলনের কবি লরেন্স ফেরলিংঘেট্টির চিঠি

বিট আন্দোলনের কবি লরেন্স ফেরলিংঘেট্টির চিঠি , মলয় রায়চোধুরীকে : হাংরি কিংবদন্তি


সিটি লাইটস, স্যান ফ্রানসিসকো, ক্যালিফোর্নিয়া
মার্চ ২৬, ১৯৬৬

প্রিয় মলয়,
          তোমার মকদ্দমার আইনি রায়ের প্রতিলিপি আমি পেয়েছি, এবং পাঠাবার জন্য ধন্যবাদ । এটা পড়ে বেশ হাস্যকর মনে হল । তোমার কবিতা 'প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার' এর সঙ্গে আমি এই রায় 'সিটি লাইটস জার্নাল'-এর আগামি সংখ্যায় ছাপতে চাই, যা এই গ্রীষ্মে প্রকাশিত হবে , আর তার জন্য যৎসামান্য টাকা এই সঙ্গে পাঠাচ্ছি, কেননা জানি যে তোমার এখন তা অত্যন্ত প্রয়োজন । এই চিঠির একটা কপি আমি হাওয়ার্ড ম্যাককর্ডকে পাঠাচ্ছি । হয়তো নিচের প্রশ্নগুলোর উত্তর উনি  জানেন এবং তা দ্রুত পাঠাতে পারবেন, কেননা আতে সময় বেশ কম, আর তোমার কাছ ধেকে জবাব পেতে সময় লেগে যাবে । আমার মতে কবিতাটি অপূর্ব, আর এটি সর্বপ্রথম প্রকাশ করার জন্য আমি হাওয়ার্ড ম্যাককর্ডের ঋণ স্বীকার করব, দারুণ ।
          অ্যালেন ( গিন্সবার্গ ) এখন নিউ ইয়র্কে আর ওর নতুন ঠিকানা হল ৪০৮ ইস্ট, ১০ স্ট্রিট ( অ্যাপ্ট ৪সি ) নিউ ইয়র্ক ।
          আমি এই প্রশ্নগুলোর উত্তর চাই ; ১) কবিতাটি কি প্রথমে বাংলায় রচিত , এবং বাংলা অথবা ইংরেজি কোনটি বাজেয়াপ্ত করা হয়েছে আর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ? ২) অনুবাদটি কি তোমার নিজের করা, অথবা অন্য কারোর করা ? ৩) আমি কি টাইপকরা কবিতাটা প্রকাশ করব যেটি তুমি আমায় আগের বছর পাঠিয়েছিলে, নাকি  যে সংস্করণটি হাওয়ার্ড ম্যাককর্ড প্রকাশ করেছেন ? ( দুটিতে সামান্য পার্থক্য দেখছি ) ।
          যত তাড়াতাড়ি পারো উত্তর দাও । ছাপা আটকে রেখেছি । এবং গুড লাক, আশা করি তুমি নিজেকে টিকিয়ে রাখতে পারছ । ভালোবাসা নিও ।
                                                                                                                                   লরেন্স ফেরলিংঘেট্টি