বেনারস
তারিখ মনে পড়ছে না
প্রিয় সমীর
'খেউড়' পত্রিকার হাফপেজ স্কেচ সুবীরের করা প্রেসে ছাপতে চোলে গ্যাছে। সমীর, এর পর আমার, অনিলের, বিভাসের এক সঙ্গে যাবে আর সঙ্গে হাফ পেজ পোস্টার। পোস্টারটা এ্যামোন করা হোচ্ছে যা কভার ও পোস্টার দুটোতেই লাগবে-- এ্যাকটা দারুন আইডিয়ায় এই নতিজায় পোঁছোনো গ্যালো ল রোনজুর, তোমার আর কারুর লেখা পাঠাও 'খেউড়' এর জোন্নে-- যোদি কোনো আরও খবর থাকে তো পাঠাও 'খেউড়' এর জোন্নে। অনিল উঠে পোড়ে লেগেছে এ্যাখোন।
মলয় ৫০ টাকা পাঠিয়েছে। ওই থেকে হাফপেজ লিথোতে ছাপতে দেয়া হোয়েছে । কাল ডেলিভারি পাবি। বাকি 'খেউড়' এর কি বাজেট হোতে পারে বা হবে তুমি জানাও। আমরা এ্যাকটা মোটামুটি বাজেট পরের চিঠিতে জানাচ্ছি ।
মলয় লিখেছে আমায় তিন মাসের প্ল্যান দিয়ে। পোস্টার সম্বন্ধে আমি ওকে জানিয়ে দিলাম । সব তোমার হাওয়ালে । তুমি ওর সঙ্গে ইমিডিয়েট পত্রালাপ কোরে নাও --- তা না হোলে ওকে জানো তো ও আকাশেই পোস্টার দেখছে-- উড়ে আসছে...উড়ে আসছে...। চিঠিতে লিখেছে কি সব রাস্তার নুড়ির মত ঘুরে বেড়াচ্ছি । বোধ হয় প্রেমিকাদের কোনো হিং লেগেছে... সেই পোঁদে নিয়ে ঘুরছে ।
আমার ধর্মগ্রন্হ 'সানপাকু' শেষ কোরলাম কাল রাত্রে । এখোন শুধু ফিরাক কোথায় আমার জোন্নে রাখা আছে ৪০০ টাকা---
আরো যা হয় লিখো
করুণা
তারিখ মনে পড়ছে না
প্রিয় সমীর
'খেউড়' পত্রিকার হাফপেজ স্কেচ সুবীরের করা প্রেসে ছাপতে চোলে গ্যাছে। সমীর, এর পর আমার, অনিলের, বিভাসের এক সঙ্গে যাবে আর সঙ্গে হাফ পেজ পোস্টার। পোস্টারটা এ্যামোন করা হোচ্ছে যা কভার ও পোস্টার দুটোতেই লাগবে-- এ্যাকটা দারুন আইডিয়ায় এই নতিজায় পোঁছোনো গ্যালো ল রোনজুর, তোমার আর কারুর লেখা পাঠাও 'খেউড়' এর জোন্নে-- যোদি কোনো আরও খবর থাকে তো পাঠাও 'খেউড়' এর জোন্নে। অনিল উঠে পোড়ে লেগেছে এ্যাখোন।
মলয় ৫০ টাকা পাঠিয়েছে। ওই থেকে হাফপেজ লিথোতে ছাপতে দেয়া হোয়েছে । কাল ডেলিভারি পাবি। বাকি 'খেউড়' এর কি বাজেট হোতে পারে বা হবে তুমি জানাও। আমরা এ্যাকটা মোটামুটি বাজেট পরের চিঠিতে জানাচ্ছি ।
মলয় লিখেছে আমায় তিন মাসের প্ল্যান দিয়ে। পোস্টার সম্বন্ধে আমি ওকে জানিয়ে দিলাম । সব তোমার হাওয়ালে । তুমি ওর সঙ্গে ইমিডিয়েট পত্রালাপ কোরে নাও --- তা না হোলে ওকে জানো তো ও আকাশেই পোস্টার দেখছে-- উড়ে আসছে...উড়ে আসছে...। চিঠিতে লিখেছে কি সব রাস্তার নুড়ির মত ঘুরে বেড়াচ্ছি । বোধ হয় প্রেমিকাদের কোনো হিং লেগেছে... সেই পোঁদে নিয়ে ঘুরছে ।
আমার ধর্মগ্রন্হ 'সানপাকু' শেষ কোরলাম কাল রাত্রে । এখোন শুধু ফিরাক কোথায় আমার জোন্নে রাখা আছে ৪০০ টাকা---
আরো যা হয় লিখো
করুণা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন