বৃহস্পতিবার, ৩ মে, ২০১২

অনিল করঞ্জাই ( সমীর রায়চৌধুরীকে লেখা )

বেনারস
১০ সেপ্টেম্বর ১৯৬৩

কী সমীর ?
      খুব তো 'খেউড়' দুর্গাপুজোর আগে... লেখা না পাঠালে কিছুই ভাবা সম্ভব নয়... কবিতার বইও ফেঁসে রইলো ভাষাতেই...আমি দিন-রাত লেগে আছি...নানান কাজে । পয়সাকোড়ি কিছুই থাকে না... কী কোরি ? মলয়কে বোলো ভ্যান গঘ লেখাটা অনুবাদ কোরে পাঠাতে । 'আমুখ'-এ ছাপবে কাঞ্চন। আমার অ্যাব্সট্র্যাক্ট পেইনটিং-এর বইটা প্লাস আর্তোর অ্যানথোলজি বাই পোস্ট পাঠাও । দরকার আছে। নভেম্বরে দিল্লি এগজিবিশান ঠিক-ঠাক । তোমরাও যাবে । ছোবি হোক। 'খেউড়' ব্যাপারটা ভেবেছো তো ? ঠিক কোরে পাঠাও।
                                                     অনিল  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন