শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১২

করুণানিধান মুখোপাধ্যায়-এর চিঠি ( মলয় রায়চৌধুরীকে লেখা )

প্রযত্নে: লেফ্ট কর্নেল জিৎ সিং
কাঠমাণ্ডু
১১/৪/১৯৬৬
মলয় হুররররররররে,
এই ঠিকানায় চিঠি দাও বা প্রভাতীর চিঠি এলে সেই চিঠিকে রিডাইরেক্ট না করে আর একটা খামের মধ্যে পুরে নতুন ভারতীয় স্ট্যাম্প লাগিয়ে পাঠাও।
কী করে আসতে হবে চার্ট দিলাম।
সমীরকে চিঠি দিয়েছি। অনিলকেও।
কাল থেকে বেরিয়ে পড়ব বার্তা নিয়ে।
এখানে, সেই যে, বালিশের নিচে মুড়ি দিয়ে র‌্যাঁবো পড়ে, সেই ঘি (     )-এর সঙ্গে দ্যাখা--- ওর ওখানেই উপস্হিত।
দারুণ ব্যাপার।
তাড়াতাড়ি এসো।
লুণ্ড হয়ে থাকা যাক কিছু দিন।
অফুরন্ত চরস আর মেয়েছেলে। 
আণ্ডারগ্রাউণ্ড আর ওভারগ্রাউণ্ড মিলিয়ে প্রায় ২০০ জন ছেলে-মেয়ে---একেবারে গিজগিজ করছে । শিগগির এসো, আমি একটা হাংরি হ্যাপেনিং করার তালে আছি। পরে মোটা খাম পাঠাচ্ছি।
                                                         করুণানিধান মুখোপাধ্যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন